আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের শনিবার (২৪ আগষ্ট) আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই দেবাশিষ মন্ডল সঙ্গীয় এসআই বিজন কুমার সরকার অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ বসুখালী গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র আঃ রাজ্জাক, গোরালী গ্রামের হাশেম আলি গাজীর পুত্র রুবেল ও কালিগঞ্জ উপজেলার থালনা গ্রামের মৃত অনন্ত সরকারের পুত্র কেশব সরকারকে বসুখালী স্ইুচ গেটে পিচের রাস্তার উপর হতে হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় ২৯(০৮)/১৯ নং মামলা রুজু করা হয়েছে।