আশাশুনি উপজেলার আনুলিয়ায় জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে।
বুধবার সকাল ৮.৩০ টার দিকে কাকবাসিয়া রশিদ গাজীর পল্ট্রি ফার্মের পার্শ্বে রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘাস্টিয়া গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র সরদারে পুত্র দিলিপ কুমার সরদার ও তার ভাই কমল কান্তি সরদার বারানসীপুর গ্রামের সামছুদ্দীন মোল্যার পুত্র মজিদ মোল্যাকে মারপিট করেন। এ সময় মজিদ মোল্যার চাচা আবু তালেব মোল্যা ঠেকাতে গেলে তাকেও মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় দিলিপ সরদারও আহত হয়। আহতদেরকে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।