যশোর শহরের পুরাতনকসবা লিচু বাগান বিবি রোডের স্বামী পরিত্যক্তা রুমানা আক্তার রিমি (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্ররোচনা ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। রিমির পিতা মোহাম্মদ সালাম এ ঘটনায় রেজা (২৫) নামে একজনকে অভিযুক্ত করে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে রেজার অন্য কোন পরিচয় বলতে পারেননি আবদুস সালাম।
শনিবার রাতে দায়েরকৃত অভিযোগে আবদুস সালম বলেছেন, তিনি পুরাতনকবসা লিচু বাগান এলাকার সোহেলের বাড়িতে ভাড়া থাকেন। ৮ বছর আগে তার ছোট মেয়ে রিমির বিয়ে হয় শেখহাটি এলাকার রাজুর সাথে। কিন্তু স্বামী রাজু তার মেয়ের ভরন পোষণ ঠিকমত না দেয়ায় তারা এ বাড়িতে শিশু পুত্র রোহানকে নিয়ে থাকতেন। পুরাতন কসবার ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন রেজা (২৬) নামে এক যুবক। কারণে অকারণে রেজা তার বাড়িতে এসে তার মেয়েকে খারা প্রস্তাব দিতো। তিনি জানতে পেরে বিষয়টি আশেপাশের লোকজনকে জানান। স্থানীয়ভাবে শালিসের পরে রেজা ওই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু অন্য স্থানে গেলেও রেজা মাঝে মধ্যে তার মেয়েকে ফোন দিয়ে বিরক্ত করতো। বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিতো। কিন্তু ওই প্রস্তাবে রাজি হয়নি রিমি।
গত ২৩ আগস্ট বিকেলে তিনি রিকসা চালানোর জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯ টার দিকে শিশু রোহান দেখে তার মা ফ্যানের সাথে ঝুলছে। আশেপাশের লোকজন এগিয়ে এসে দেখতে পান রিমি ফ্যানের সাথে নিজের উড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি রাতে বাড়ি ফিরে বিয়য়টি দেখেন এবং স্থানীয় পৌর কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তি বর্গকে জানান। তার দাবি রেজার কারণে তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।