গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজার থেকে কাপাসিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট রোববার বিকালে একশত এগারো পিস ইয়াবাবড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ জানায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের মোশারফের পুত্র মাদক কারবারি খোরশেদ আলম (৩০) ও পাশ^বর্তী শিবপুর উপজেলার গোড়ারগাঁও গ্রামের করিম মিয়ার পুত্র সফিকুল ইসলাম (২৫) রোববার বিকাল ৫টার দিকে মোটর সাইকেলযোগে গাজীপুর থেকে চাঁদপুর বাজার চৌরাস্তায় আসে। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা থানার এএসআই রাজিব ও এএসআই লিয়াকত তাদের রাশেদ স্টোরের সামনে থেকে আটক করেন। পরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টারের উপস্থিতিতে মোটরসাইকেল ও তাদের দেহ তল্লাসী করে পলিথিনে মোড়ানো ১ শত এগারো পিস ইয়াবাবড়ি উদ্ধার করেন। এএসআই লিয়াকত বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।