কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাকের নিজস্ব কার্যালয়ে রবিবার সকাল ১০ টায় ব্যাকের ্্উদ্যোগে যক্ষা রোগীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাকের ম্যানেজার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরবিন্দু পাল, বিশেষ অথিতি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষা প্রকল্পের টি, ্্এল, সি, এ ফরিদা পারভীন। কর্মশালার সার্বিক তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন ব্যাকের পি.ও বিলকিস বানুুু।এ কর্মশালায় প্রায় অর্ধশতাধিক যক্ষা রোগী অংশ নেয়।