রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে তুলনামূলক ভালো খেলেও পয়েন্ট হারানোয় ভীষন হতাশ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ঘরের মাঠে তিন পয়েন্ট প্রাপ্য ছিল বলে মনে করেন ফরাসি এই কোচ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ভাইয়াদলিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল। ৮২তম মিনিটে করিম বেনজেমা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার ছয় মিনিট পর সমতা ফেরান সের্গি গুয়ার্দিওলা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারানোয় হতাশা প্রকাশ করেন জিদান। "শেষ দিকে বাজে একটা অভিজ্ঞতা হলো। কঠিনতম কাজটা আমরা করে ফেলেছিলাম, দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করেছিলাম কিন্তু তিন মিনিট পরই তারা একটি গোল করল। "কঠিন একটা পরিস্থিতি। কারণ, আমাদের আরও বেশি প্রাপ্য ছিল, বিশেষ করে প্রথমার্ধে। আজ এটাই হয়েছে এবং আমাদের তা মেনে নিতে হবে। গতকালই বলেছিলাম জেতা সহজ হবে না। যেকোনো দল এখানে এসে সমস্যা সৃষ্টি করতে পারে। গত সপ্তাহে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লিগ শুরু করা রিয়ালের দুই ম্যাচে হলো ৪ পয়েন্ট। আগামি রোববার ভিয়ারিয়ালের মাঠে লিগের পরের ম্যাচ খেলবে প্রতিযোগিতার সফলতম দলটি।