মেহেন্দিগঞ্জ উপজেলায় যৌতুকের দাবীতে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর নির্মম নির্যাতন চালিয়েছে এক পাষ-। গত শনিবার বিকাল ৪টার দিকে মেহেন্দিঞ্জের কাজিরহাট থানার আসলি সন্তোষপুর গ্রামের শহীদ খানের পুত্র খোকন খান তার মা তাসলিমা বেগমকে নিয়ে নিজের বাড়িতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাদিয়া আক্তার ও শাশুড়ি হোসনেয়ারা বেগমের ওপর বর্বোরোচিত নির্যাতন চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শনিবার সন্ধ্যায় মুলাদী হাসপাতালে ভর্তি করে। জানাগেছে ২০১৮ সালের ১৯ অক্টোবরে কাদিরাবাদ গ্রামের সোহাগ সিকদারের মেয়ে সাদিয়া আক্তারের সাথে সন্তোষপুর গ্রামের শহীদ খানের পুত্র খোকন খানের বিয়ে হয়। বিয়ের পর থেকে বেকার খোকন যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকা নেয়। কিছুদিন আগে খোকন খান ও তার মা তাসলিমা সাদিয়ার পিতার বাড়ি থেকে পুনঃরায় ৩ লক্ষ টাকা যৌতুক আনার নির্দেশ দেয়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় খোকন তার স্ত্রীকে কয়েকদফা মারধর করে। শনিবার সকালে খোকনের মা যৌতুকের টাকা আনার জন্য সাদিয়াকে পিতার বাড়িতে যেতে বললে সে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে খোকন ও তার মা এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠিপেটা করে সাদিয়াকে মৃত ভেবে ফেলে রাখে। সংবাদ পেয়ে সাদিয়ার মা হোসনেয়ারা বেগম মেয়েকে দেখতে আসলে খোকন ও তার মা জোটবদ্ধ হয়ে তার ওপরও হামলা চালায়। হোসনেয়ারার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এতে তাদের উদ্ধার করে শনিবার রাতেই মুলাদী হাসপাতলে ভর্তি করে। এ ঘটনায় সাদিয়ার দাদী শাহিনুর বেগম বাদী হয়ে শনিবার রাতে খোকন খান, তার মা তাসলিমা বেগম, পিতা শহীদ খানের বিরুদ্ধে কাজিরহাট থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে কাজিরহাট থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আনিসুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান খোকন খান ও তার মাতা-পিতার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।