মুলাদী উপজেলার ওয়ার্কার্স পার্টির কাজিরচর ইউনিয়ন শাখা কমিটি পুর্নগঠন করায় জেলা ও উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। গতকাল রবিবার ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির এক সভায় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। গত ২৩ আগস্ট উপজেলা ওয়ার্কার্স পার্টির দলিল পাঠ ও কমিটি গঠন অনুষ্ঠানে মোতালেব হোসেন বেপারীকে ওয়ার্কার্স পার্টির কাজিরচর ইউনিয়ন শাখা-১ এর শাখা সম্পাদক এবং জাকির হোসেন মালকে কাজিরচর ইউনিয়ন শাখা-২্ এর শাখা সম্পাদক নির্বাচিত করায় নেতাকর্মীরা বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক এম.এ গফুর মোল্লাসহ জেলা ও উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ জয়নুল আবেদীন হাওলাদার, আবদুর রশিদ বেপারী, আব্বাস বেপারী, মস্তাফা বয়াতীসহ ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সদস্যবৃন্দ।