ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও জনগণের দোড়গোরায় সেবা নিশ্চিত করতে সরকার, ইউএসএইড ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই কর্তৃক কলসেন্টার ৩৩৩ এর প্রচারণার জন্য রবিবার বেলা ৩টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাচ্চু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে বসবাসরত নাগরিকগণ ৩৩৩ ও প্রবাসী নাগরিকগণ ০৯৬৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা পাওয়ার পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের যোগাযোগের তথ্য, পর্যটক আকর্ষনের স্থানসমুহ, বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য, ইসলামিক মাসায়ালা-মাসায়েল, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, আবহাওয়ার তথ্য, নিরাপদ অভিবাসন তথ্য ও অভিবাসনে প্রতারণার শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে নাগরিকগণ জেলা প্রশাসক ও ইউএনওকে অবহিত করতে পারছেন।
সংবাদ সম্মেলনে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যসের প্রতিনিধি উপ
।