জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় গৌরীপুর মহিলা ডিগ্রী অনার্স কলেজের হল রুমে এ আলোচনা সভা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুকতাদির শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, গৌরীপুর মহিলা ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহুল আমিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ কামাল হোসেন, কলেজের প্রভাষক রাকিবুল হাসান, নজরুল ইসলাম, তারিকুল ইসলাম প্রমুখ।
এতে মহিলা কলেজের অধ্যাপক, প্রভাষকগণসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।