দেবহাটা উপজেলার বহেরা ইটের ভাঁটা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকে অবস্থানকারী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হয়েছে। নিহত ব্যক্তি হলো পাবনার সুজানগর উপজেলার মৃত আবেদ আলীর ছেলে মাছ ব্যবসায়ী ফিরোজ শেখ (৪৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা মেট্রো ট ১৬-৬১৯৩ নং এর ট্রাকটি মাছ ও সবজি নিয়ে কালীগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাওয়ার পথে দেবহাটা উপজেলার বহেরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে যায়। এ সময় ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকের যাত্রী মাছ ব্যবসায়ী ফিরোজ শেখ ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তারা চিকিৎসাধীন আছেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা দূর্ঘটনায় একজন নিহতের সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।