পটুয়াখালীর বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজে শোক দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে অবস্থিত জাতির জনকের মুড়ালে ফুল দিয়ে কলেজ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, বক্তিতা, কবিতা আবৃত্তি ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মশিউর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঊফল প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ হারুন অর রশিদ খান।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এনায়েত খান ছানা, বাউফল যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম টুটুল প্রমুখ।