পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের (২০১৯-২০২০) নবগঠিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ৩ঘটিকায় বাউফল প্রেস ক্লাব মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়েছে। বাঊফল প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও নব নির্বাচিত সভাপতি মোঃ হারুন অর রশিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়ুষ চন্দ্র দে। এ সময় নব নির্বাচিতদের শপথ পাঠ করান বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঊফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত হোসেন, অ্যাকাডেমিক সুপারভাইজার কে.এম. সোহেল রানা প্রমূখ। উল্লেখ্য ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বাউফল প্রেস ক্লাবে গত ২রা আগস্ট প্রথম বারের মত গোপন ব্যালটের মাধ্যমে কার্যকরী কমিটির ভোট গ্রহন সম্পন্ন হয়। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এবং উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাত রহমান ও মাধ্যমিক একাডেমি কর্মকর্তা কে এম সোহেল মাহামুদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি পদে ভোরের ডাকের হারুন অর রশিদ খান, সাধারন সম্পাদক জনকন্ঠের কামরুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এম নাজিম উদ্দিন. দপ্তর সম্পাদক সোহরাফ হোসেন, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান হিরোন, তথ্য ও গ্রন্থনা সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাসুম সিদ্দিকী ও নির্বাহী সদস্য কৃষœ কর্মকার, এবি এম মিজানুর রহমান, আরেফিন শহিদ, জলিলুর রহমান নির্বাচিত হন।