মণিরামপুরে কবি হোসাইন নজরুল হকের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। মণিরামপুর সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে কবির জন্মদিন পালন করা হয়। নাট্যকার অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবির সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে আলোচনা করেন মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, বর্তমান সহ-সভাপতি নূরুল হক, যুগ্ম-সম্পাদক হারুণ-অর-রশীদ সেলিম, মণিরামপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি অশোক কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক কবি শান্তনু চক্রবর্ত্তী, কবি শফিক শিমু, কবি আসাদুজ্জামান রয়েল। এছাড়া উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক আজিবর রহমান, কবি তুহিনুর রহমান, কবি পতœী ফাতেমা কুমকুম ও পুত্র ফাহিম শাহরিয়ার, ফারদিন শাহরিয়রসহ মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য কবির জন্মদিন উপলক্ষে কবি শফিক শিমু সম্পাদিত ‘জন্মোৎসব’ নামে একটি সাহিত্য পত্রিকা বের করা হয়।