সারাদেশের ন্যায় গতকাল শনিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এডিশ মশা নিয়ন্ত্রণের লক্ষে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে সকালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ আকবর হোসাইন, সিনিয়র শিক্ষক মোঃ ইউনুছ আলীসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বলেন, আমরা নিজ নিজ বাসা-বাড়ি, আঙ্গিনায়, স্কুল-মাদ্রাসা ও কলেজের ময়লা আবর্জনা ও বজ্য জমা করে রাখবনা, পরিস্কার করে রাখব। বাড়ি আশপাশে পানি জমে থাকে এমন কোন জিনিস ফেলে রাখবনা। তাহলেই মশার উৎপত্তি হবে না।