বাগেরহাটের চিতলমারী সদর শিশুকানন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সোহাগ মোল্লার বিরুদ্ধে ছাত্রীর গার্ডিয়ানকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দেয় মুখেমুখে চাউর হলেও ওই গার্ডিয়ান পক্ষ হতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে কোন প্রকার অভিযোগ প্রদান করা হয়নি। ঘটনা সংক্রন্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোহাগ মোল্লাকে সাময়িক বরখাস্তের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানাগেছে।
প্রধান শিক্ষকের বহিস্কারাদেশের সংবাদ শুনে শনিবার (২৪ আগষ্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের শিক্ষার্থীও অভিভাবকদের মাঝে এক হৃদয় বিদারক ঘটনার অবতারনা হয়। প্রায় ৪ শতাধিক শিশু শিক্ষার্থীর কান্নাররোল বয়ে যায় গোটা বিদ্যালয় চত্বর। কোমলমতি শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারকে জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেওঠে। এসময় চোখের পানি রাখতে পারেনি তাদের অভিভাবও প্রত্যাক্ষদর্শীরা।
শিক্ষার্থীও অভিভাবকের অনেকে জানান, সোহাগ স্যারের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ রহস্যজনক মনে হয়। বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন তিনি প্রধান শিক্ষক, বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রতিটা ক্লাশে অত্যন্ত সন্তোষজনক। তার কারনেই বিদ্যালয়টি অনেক মানসম্মত। সামনে ছেলে মেয়েদের ফাইনাল পরীক্ষা। এ অবস্থায় তাকে সরিয়ে রাখা কতৃপক্ষের হটকারিতা ছাড়া আর কিছুইনয়। তার অপরাধ আমাদের কাছে পরিস্কার করা হোক।
এব্যাপারে প্রধান শিক্ষক সোহাগ মোল্লা জানান, বিদ্যালয়টি আমার প্রাণের চেয়ে প্রিয়,এটাকে গড়তে আমার অনেক কষ্ট করতে হয়েছে।বাড়িবাড়ি গিয়ে ছাত্র-ছাত্রী যোগাড় করে আনতে হয়েছে। আমার প্রিয় কোমল মতি ছাত্র-ছাত্রীর কান্না আমাকে খুবই ব্যথিত করছে। কোন অপরাধে কতৃপক্ষ আমাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়টিও অবগত নই।
শিশুকানন বিদ্যানিকেতনের পরিচালক মো: হাফিজুর রহমান খান জানান, প্রধান শিক্ষক মো: সোহাগ মোল্লার বিরুদ্ধে শিক্ষার্থীর গার্ডিয়ানকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। সে কারনেই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।