বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার হোসেন’কে হত্যাকারীদের অনতিবিলম্বে আটক ও ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দারিয়ালা বাজারে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, মোল্লাহাট উপজেলা কৃষক লীগের সভাপতি গাংনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার উজির আলী, গাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মফিজুল ইসলাম, সহ-সভাপতি শিকদার তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফুজ্জামান (রনি) শিকদার, ইউপি সদস্য হুমায়ুন শেখ, জুয়েল শেখ, সাইফুজ্জামান সবুজ, নিহতের ছেলে মোস্তাইন শেখ, স্ত্রী নাছিমা বেগম, মেয়ে সোমা, রুনাসহ অনেকে। এলাকার সহ¯্রাধিক লোক এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, হত্যার পরে দুই সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ মামলায় এজাহার ভুক্ত কোন আসামীকে আটক করেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদী ও নিহতের স্বজনদের বিভিন্ন প্রকার হুমকী দিচ্ছে আসামীরা। এছাড়া হয়রানীর উদ্দেশ্যে আসামী পক্ষ মিথ্যা ভিত্তিহীন মামলা করেছে ভিকটিমদের সহযোগীতাকারী এলাকাবাসীর নামে। এ অবস্থায় অনতিবিলম্বে হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, গত ৩ আগস্ট মোল্লাহাট উপজেলার দারিয়ালা বাজারের নৈশ প্রহরী নিয়োগ সংক্রান্ত সভা চলাকালে সন্ত্রাসী রজু হাওলাদার, উজির শিকদার, দুলাল খা, ইকরাম ফকিরসহ ৬০-৭০ জন তাদের উপর হামলা করে। এতে শেখ দেলোয়ার হোসেনসহ ২৫-৩০ জন গুরুত্বর আহত হয়। দেলোয়র শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট দেলোয়ার হোসেন মারা যায়। এঘটনায় দেলোয়ার হোসেনের চাচাতো ভাই আ,লীগ নেতা শরীফুজ্জামান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।