কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামে (৩০ জুলাই) গত ২৩ দিন আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আল হাসান গং ও ১১নং কৈলাগ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্বাধীন গংদের মাঝে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সহিংস ঘটনার সুত্রপাত হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের মাহাবুব আল হাসান ও তার লোকজনের ক্ষতি সাধিত হয়। অপর পক্ষ কৈলাগ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্বাধীনের ৬টি ঘরসহ বিভিন্ন আসবাবপত্রের ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। এতে উভয়পক্ষের ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা হবে এলাকাবাসীর ধারণা। এ বিবধমান পরিস্থিতি নিরসনের জন্য গত শুক্রবার ২৩ আগস্ট বাজিতপুর উপজেলা পরিষদ চেয়রম্যান মোঃ ছারওয়ার আলম, পৌর আওয়ামলীলীগের সভাপতি হাজী মোস্তফা কামালসহ স্থানীয় লোকজনদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।