জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে পানিতে ডুবে প্রতিভা অধিকারী নামের আশি বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের দ্বীজেন অধিকারীর স্ত্রী প্রতিভা অধিকারী শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন প্রতিভাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। ওইদিন সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় প্রতিভাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।