পিরোজপুরের নাজিরপুরে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ লিঠু ফরাজী (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের অফিসার ইন চার্জ (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, স্থাণীয় মো. জোনাব আলী হাওলাদরের দায়ের করা একটি চাঁদাবজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত লিটু ফরাজী ও তার ভাই রমজান আলী ফরাজী সহ ৪জনে একই এলাকার জোনাব আলীর শ্যালক রেজাউল করিমের একটি জমি দখল করে নেয়ার চেষ্টা করে। আর এ জমির দখল না দিলে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। এ চাঁদার টাকা না দিলে বিভিন্ন সময় অভিযোগকারী জোনাব আলীকে হত্যা সহ বিভিন্ন ভবে হুমকী দিয়ে আসছে। থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত লিটু ফরাজী ও তার ভাই রমজানের বিরুদ্ধে একাধীক চাঁদা বাজীর মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।