শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মো: নজরুল ইসলাম,পিবিজিএম,পিবিজিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,কুড়িগ্রাম জেলার অধীনস্থ রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো: নুরুল ইসলাম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭১/৮-এস হতে আনুমানিক ৫শত গজ অভ্যন্তরে যাদুর চর ইউনিয়নের লাঠিয়াল ডাঙ্গা গ্রামের কাচাঁ রাস্তার উপর তল্ল্যাসী অভিযান পরিচালনা করে ৯৫ পিচ ভারতীয় ইয়াবা টেবলেট ও বহনকারী ১টি মোটর সাইকেলসহ মুনসুর আলী (১৮) নামের এক আসামীকে আটক করতে সক্ষম হয়। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেনুয়ার চর পূর্ব পাড়া গ্রামে । তার বাবার নাম হাবিবুর রহমান। আটককৃত আসামীকে শুক্রবার বিকালে রৌমারী থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো: দেলোয়ার হাসান এনাম জানান,তার নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং শনিবার তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে ।