কেউ যদি কারো কাছে বাঁচার আকুতি বা বাড়িতে আশ্রয় গ্রহণ করে, তাকে জোর করে শত্রুর কাছে পাঠানো যায় না। মিয়ানমারের পরিবেশ ও পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূল অবস্থা সৃষ্টি না করেই মিয়ানমার সরকার লোক দেখানোর বাহানা করেই প্রত্যাবাসনের মহড়া করছে। রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিয়ে নিজ জন্মভূমিতে বেঁচে থাকাসহ সেখানকার পরিবেশ ও পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়, তা জাতিসঙ্ঘ এবং এর প্রতিনিধিরা বারবার বলে আসছেন। কথিত রোহিঙ্গা প্রত্যাবাসনের যে ঘোষণা একতরফাভাবে মিয়ানমার দিয়েছে, তা সে ছলচাতুরি ও বিশ্বকে দেখানো মাত্র, তা স্পষ্ট।
রাখাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টির ওপর রোহিঙ্গা প্রত্যাবাসনের গতি নির্ভর করছে। প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায় হতে হবে। রোহিঙ্গারা পূর্ণ মর্যাদা ও অধিকার নিয়ে রাখাইনে ফিরতে চায়। মিয়ানমার সরকারকেই রাখাইনের পরিবেশের উন্নতি ঘটাতে হবে। রোহিঙ্গারা যেন সেখানে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। প্রত্যাবাসনের ধারা অব্যাহত রাখতে মিয়ানমারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতিসঙ্ঘও শুরু থেকে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের কথা বলে আসছে।
রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাওয়ার আগে কিছু দাবি করেছে। ১. তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা প্রদানের বিষয়টি মিয়ানমারের রেডিও-টিভিতে ঘোষিত হওয়া। ২. আকিয়াবের আশ্রয়শিবিরে অবস্থানরত দুই লক্ষাধিক রোহিঙ্গাকে নিজ নিজ বাড়িঘরে ফিরতে দিলেই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা তাদের বসবাসের ব্যাপারে আশ্বস্ত হবে। ৩. বাড়িঘর ফিরিয়ে দিয়ে মিয়ানমারের নাগরিক হিসেবে চলাচলের অধিকার । ৪. মিয়ানমারে ফিরে গিয়ে নিজ নিজ বসতভিটা ছাড়া অন্য কোনো আশ্রয়শিবিরে না রাখা। ৫. যারা রোহিঙ্গাদের হত্যা, নিপীড়ন, লুণ্ঠন, ভূমি দখল ও বিতাড়নের জন্য দায়ী তাদের বিচার করা। নির্যাতিত রোহিঙ্গাদের দাবিগুলো যুক্তিসঙ্গত; এমন আবেদন তারা করতেই পারে।
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে শক্ত অবস্থানের মাধ্যমে সেদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজি করাতে বাংলাদেশ সরকারকে কাজ করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন সফল করার দায়িত্ব শুধু বাংলাদেশরই নয়, মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়েরও। মানবিক দিক থেকে বাংলাদেশের যা যা করার ছিল, সবই করেছে। অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরত নেওয়ার দায়িত্ব মিয়ানমারের, কারণ তারা তাদের নাগরিক।
একজন রোহিঙ্গা উদ্বাস্তু গণমাধ্যমকে বলে, ‘নাগরিকত্ব ও সম-অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাবে না। প্রয়োজনে বাংলাদেশে আমাদের গুলি করে হত্যা করা হোক। তবুও আমরা যাবো না। মিয়ানমার সরকার মিথ্যাবাদী, তাদের বিশ্বাস করা যায় না।’
বাংলাদেশ সরকারের ব্যাপক প্রস্তুতির পরও রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে গত ২২ আগস্ট ফের আটকে যায় প্রত্যাবাসন শুরুর কার্যক্রম। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কমিশনার মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা রাজি না হওয়ায় প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না।
মিয়ানমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হলেও শত শত বছর ধরেই নানা ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠীর মানুষ এখানে বসবাস করেন। কিন্তু গত দুই দশক আগে থেকে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন শুরুর পর থেকে মিয়ানমারের মুসলমান নাগরিকদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। রাষ্ট্র এবং সমাজে তাদের বিরুদ্ধে বিদ্বেষ-বৈষম্য, ঘৃণা বাড়ছে। ঠিক এমনই ঘৃণার শিকার থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশনরত দেশী-বিদেশী, মুসলিম-অমুসলিম সাংবাদিক, মানবাধিকারকর্মী এমনকি অধিকারকর্মীরাও রেহাই পাচ্ছে না।
বিশেষত সরকারি কর্মকর্তাদের মধ্যে যেন মুসলিমদের জন্য চরম এক ঘৃণা জমে রয়েছে। তারা যেন মুসলিমদের সহ্যই করতে পারছে না। মিয়ানমারের মুসলমানদের সহায়সম্পদ, ঘরবাড়ি, নাগরিকত্ব ছাড়াও জন্মগত অধিকারও নেই। মিয়ানমারে চাকরির জন্য আবেদন করলে শুধু মুসলিম পরিচয়ের কারণে মিলছে না চাকরি। পরিচয়পত্র বা নাগরিক কার্ড নবায়ন করারও কোন সুযোগ নেই।
আন্তর্জাতিক অধিকার ও মানবাধিকার কর্মী, জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং অন্যান্য সবার উচিত মিয়ানমার যাওয়া। সেখানে গিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত প্রত্যক্ষ করা। মিয়ানমার সরকারকেই তাদের নাগরীকদের ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে আস্থা ফিরিয়ে আনতে হবে। এই দায়িত্ব মিয়ানমারের, বাংলাদেশের নয়। নিজেদের এবং এ অঞ্চলের শান্তি শৃঙ্খলার স্বার্থে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন সফল না হলেও প্রক্রিয়া চালু রাখতে হবে।