দ্রুত বিচার আইনে মামলার আসামি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে দল থেকে বহিস্কার এবং তার শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ওই সময় খোকার ছোট ভাই সালেহ আহমেদ ময়নাসহ সকল আসামীকে গ্রেফতারের দাবি জানান তারা।
একই সাথে গত ১৮ আগস্ট জামালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিচারপতির বাড়িতে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার আসামি নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার স্ত্রী রৌনুর জাহান আলো উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা,বানোয়াট বক্তব্য দিয়েছেন দাবি করে সেই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। মানববন্ধনের আগে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হাসিবুর রহমান নাজার মিঞা,হাবিবুর রহমান ওয়াকার, আবদুল মাজেদ সরকার ও মসকুর রহমান। পরে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।
উল্লেখ্য,ঐতিহ্যবাহী মিঞাবাড়ি মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিভদমান দ্বন্ধে গত ১৪ আগস্ট বুধবার সকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দারের পৈতিক বাড়ি নিলক্ষিয়া গ্রামে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় বিচারপতি মির্জা হোসেন হায়দারের খালাতো ভাইয়ের ছেলে হাবিবুর রহমান ওয়াকার বাদী হয়ে নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা(৫৫), তার ছোট ভাই সালেহ আহমেদ ময়না(৪২) ও আশিক(২০) সহ অজ্ঞাত ৫/৬জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। হামলার ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে আটক করে আদালতের প্রেরন করে পুুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম খোকার স্ত্রী রৌনুর জাহান আলো। “নিলক্ষিয়া ইউনিয়নের সচেতন নাগরিক ও নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের ব্যানারে” আয়োজিত সংবাদ সম্মেলনে খোকার স্ত্রী রৌনুর জাহান আলো লিখিত বক্তব্য পাঠ করেন। রৌনুর জাহান জানান, তার স্বামী সাইফুল ইসলাম খোকা নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিলক্ষিয়া আলহাজ¦ আবদুস সালাম নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের হাবিবুর রহমানের সাথে দ্বন্দ ছিলো। এই দ্বন্দের জেড় ধরে ১৩ আগস্ট হাবিবুর রহমান তার দল নিয়ে খোকার উপর হামলা চালায়। এ বিষয়ে বকশীগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। এতে হাবিবুর রহমান ক্ষুব্ধ হয়ে বকশীগঞ্জ থানায় দ্রুত বিচার আইন ২০১৮ এর ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ সাইফুল ইসলাম খোকাকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। সাইফুল ইসলাম খোকার পরিবারের দাবি- মামলায় একজন মাননীয় বিচারপতির বাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। অথচ মাননীয় বিচারপতির বাবা আজ থেকে অন্তত ৫০ বছর আগেই বকশীগঞ্জের নিলক্ষিয়া এলাকার সকল সম্পদ মানুষকে দান করে বকশীগঞ্জ ছেড়ে জামালপুর জেলা শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। হাবিবুর রহমান উদ্দেশ্যপ্রনোদিতভাবে ষড়যন্ত্র করে এই মিথ্যা মামলা দায়ের করেন। এমন কোনো ঘটনা ঘটেনি। নিলক্ষিয়ায় কোনো বিচারপতির বাড়ি নেই বলে দাবি করেন সাইফুল ইসলাম খোকার পরিবার। তারা অবিলম্বে সাইফুল ইসলাম খোকার মুক্তির দাবি জানান।
গত ১৮ আগস্ট জামালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম খোকার স্ত্রী রৌনুর জাহান আলোর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা,বানোয়াট দাবি করে তা প্রত্যাহারের দাবিতে ২৩ আগস্ট শুক্রবার সকালে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।