যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির মুক্তিদূত। তিনি আজীবন বাঙালী জাতির মুক্তির জন্য কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার ১৬ কোটি মানুষের সুখ-শান্তির জন্য কাজ করে যাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকেলে টঙ্গীর নতুনবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে টঙ্গী শাখা মহিলা শ্রমিকলীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী শাখা মহিলা শ্রমিকলীগের সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হ্যাপী বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি শামসুন্নাহার ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, রজব আলী, কাজী মো. সেলিম, রাবেয়া আক্তার তুফানী, রেহেনা ইয়াসমিন, সাজেদা বেগম, রুখসানা খান, শামীমা খানম বেবী, রুবি আক্তার, কামরুন্নাহার প্রমুখ।