শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে উপজেলার সদর ইউনিয়নের আখেড়া শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির হরে কৃষ্ণ নাম সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মন্দির প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মন্দির কমিটির সভাপতি শ্রী মনোহর ব্রজ ধাম সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, উপজেলা আওয়ামী লীগের নেতা শ্রী রনজিত কুন্ডু, মন্দির কমিটির উপদেষ্টা মনোরঞ্জন কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে উপজেলা সদরের শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরের উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি কলেজপাড়া মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে বালুকাপাড়া মন্দির, ঘোষপাড়া মন্দির, ফাজিলপুর মন্দিরসহ কয়েকটি মন্দিরে গিয়ে ভক্তদের সাথে মিলিত হয়।
সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অন্যদের মধ্যে দীর্ঘ শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাতৃপ্রসাদ চ্যাটার্জী, উপজেলা কৃষক লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাবু ঘোষ, সাংবাদিক বরুণ মজুমদার, মহাদেবপুর থানায় এসআই রিয়াজুল ইসলাম, এসআই এরশাদ মিঞা, এসআই নুর ইসলাম, এএসআই আনারুল ইসলাম প্রমুখ অংশ নেন।