কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেনদী আতকা পাড়া গ্রামে সিদ্দিক মিয়া, ইদ্রিস মিয়া, বাবুল মিয়াসহ কয়েকজন লোক এলাকায় গাজা ও ইয়াবা ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। এর প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল ৫ টার দিকে একই গ্রামের সিএনজি চালক সুমন মিয়া (৩৫) কে সমস্ত শরীরে সিদ্দিক মিয়া, ইদ্রিস মিয়া, বাবুল মিয়ার গংরা রড ও হকিষ্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সুমন মিয়া বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা যায়, একই এলাকার সিদ্দিক মিয়া, ইদ্রিস মিয়া ও বাবুল মিয়ার সঙ্গে জমি সংক্রান্তের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেল ৫ টায় সুমন মিয়া নিজ জমিতে কাজ করতে গেলে সিদ্দিক মিয়া ও তার গংরা তাকে বেধরকভাবে পিটিয়েছে। গত ২ থেকে আড়াইমাস আগে এই গংরা তাকে গাজা দিয়ে সাজা পর্যন্ত খাটিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পাকুন্দিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।