জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ঘাসিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক প্যালেন চেয়ারম্যান আশরাফ আলী, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক বিজয়, ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ কেশরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।