নওগাঁর পোরশা গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে ১৫ ও ২১ আগস্টে আহত এবং নিহতদের স্মরনে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে গাঙ্গুরিয়া কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল ও ওবাইদুল্লাহ শেখ, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।