কেশবপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ ও সমাজের কাগজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি মশিয়ার রহমান জমিজমা নিয়ে বিরোধের সুত্রে প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় তিনি শুক্রবার কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার বাগদাহ গ্রামের শাহাবাজ মোড়ল,হযরত আলী মোড়ল,শাহাবুদ্দিন মোড়ল, শাহাজউদ্দিন গং দের সাথে দীর্ঘািদন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রতিপক্ষ শাহাবাজ মোড়লের পিতা সোহরাব মোড়ল ২০০৫ সালে জমির বিরোধ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন যা বর্তমানে বিচারাধীন আছে। গত ৫ জুলাই তারিখে তারা নালিশী জমির উপর পাকাঘর নির্মাণের চেষ্টা করলে ঘর নির্মাণের কাজ বন্ধ রেখে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে।এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ৬ পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দেয়ার শর্তে তাদেরকে ঘর নির্মাণের অনুমতি দেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক রাস্থা নির্মাণের জন্য শ্রমিকরা আসলে সোহরাব হোসেন এর ছেলেরা বন্ধ করে দেয়। এবং তারা জোর পুর্বক ঘর নির্মাণের চেষ্টা করলে গত ১৬ জুলাই জমির শরীক মিজানুর রহমান বাদী হয়ে ওই জমির উপর ১৪৪ ধারা চেয়ে আদালতে পিটিশন মামলা করেন যার নং ৭৫১/২০১৯। সে মোতাবেক বিজ্ঞ আদালত কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ কে শান্তি শৃঙ্খলা বজায়রাখাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।তদন্ত কারি কর্মকর্তা কেশবপুর থানার এস আই সুপ্রভাত মন্ডল ঘটনাস্থলে গিয়ে নোটিশ জারি পুর্বক বিরোধীয় জমির উপর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী পক্ষের অনুপ্রবেশ না করার নির্দেশনা দেন। সে নির্দেশনা অমান্য করে গত ২১ আগস্ট রাতে আসামি শাহাবাজ মোড়ল গং জমির উপর বিভিন্ন রকম গাছের ডাল পালা রেখে জমি দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় সাংবাদিক মশিয়ার রহমান নিজ বাড়ি বাগদাহ গ্রামে পৌছে ঘটনাস্থলে পৌছে জমি দখলে বাঁধা দেয়ার চেষ্টা করলে উপস্থিত শাহাবাজ মোড়ল, হযরত মোড়লম, শাহাজউদ্দিন মোড়ল, শাহাবুদ্দিন মোড়ল, শাহাজান, আয়েজউদ্দিনসহ তাদের বাড়ির মহিলারা ক্ষিপ্ত হয়েতাকে কিল ঘুষি মেরে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দেয় এ সময় প্রতিবেশীরা উপস্থিত হয়ে মশিয়ার রহমানকে উদ্ধার করে বলে অভিযোগ। এ ঘটনায় কেশবপুর শানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মশিয়ার রহমান। এ বিষয়ে থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।