গত শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে ব্যাংক এশিয়ার নীচে উপজেলা জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জাসাসের সভাপতি আলহাজ¦ মো: আবদুস সালাম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বিএনপি মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাৎ হায়দার টগর, হাতুড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবদুল মতিন, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহাদেবপুর দর্পণের সম্পাদক কিউ,এম,সাঈদ টিটো, জেলা যুবদলের স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শান্ত প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অন্যদের মধ্যে হাতুড় ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তাবু, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, বিএনপি নেতা দুলাল হোসেন, আবুল কালাম, শ্রমিকদলের নেতা ইসলামুল ইসলাম, জেলা যুবদলের নেতা গোলাম ইয়াজদানী শাম্মি, খাইরুল ইসলাম, যুবদল নেতা আবদুল খালেক, সোহেল রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চঞ্চল রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন, সদস্য আতিকুর রহমান বাপ্পি, উপজেলা ছাত্রদলের সদস্য ফারুক হোসেন, শাকিল হোসেন, হীরণ, সাগর, সুমন প্রমুখ নেতৃবৃন্দ এতে অংশ নেন।
পবিত্র হজ¦ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত নওগাঁ জেলা বিএনপির সদস্য নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মনোনয়নপ্রার্থী আলহাজ¦ মো: রবিউল আলম বুলেট ভিডিও কলের মাধ্যমে দোওয়ায় অংশ নেন।
মহাদেবপুর বাসস্ট্যান্ড বায়তুন নুর জামেহ মসজিদের পেশ ইমাম দোওয়া পরিচালনা করেন।
এর আগে বাসস্ট্যান্ড মসজিদে অনুরুপ দোওয়া পরিচালনা করা হয়।