বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে সাবেক ডেপুটি স্পীকারের বাসভবনে উপজেলা বিএনপির উদ্যোগে আগামি ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
খাজুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আবদুল জব্বার এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও এনায়েতপুর ইউপির সাবেক সদস্য শহীদুল ইসলাম সাগর, সদর ইউপির সাবেক সদস্য হাজী আক্কাস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁন্দাশ ইউপির সাবেক চেয়ারম্যান মো: আবদুস সাত্তার মাষ্টার, বিএনপি নেতা ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো: আবদুল মান্নান চৌধুরী দুলাল, চেরাগপুর ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম, হাতুড় ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: শামসুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি মো: মোজাফ্ফর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।