দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ এক সাজা প্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরন করেছে। গোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গত ২০১৩ সালে ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের আবুল কালামের পুত্র মাদক ব্যবসায়ী শাফিউল ইসলামকে (সাসি) মাদক সহ গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা মামলা রুজু হয়। সে আদালত থেকে জামিনে এসে হাজিরা না দিয়ে দিীর্ঘ দিন পলাতক থাকে। আদালতে অনুপস্থিত থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে। গত বৃহস্পতিবার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। একই দিন পুলিশ উপজেলার কশিগাড়ী গ্রামের নুরুল ইসলামের পুত্র শাহ আলমকে (৩৩) ১০পিচ ইয়াবা ও ১০ পুড়িয়া হিরোইনসহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। অপর দিকে থানা পুলিশ ঘোড়াঘাট পৌরসভার জমিলাপুর গ্রামের ১বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি আঃ করিমের পুত্র মাদক ব্যবসায়ী বেলালকে গ্রেফতার করে।