শুক্রবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দি-হাঙ্গার প্রজেক্টের বিকশিত নারী নেটওয়ার্কের সদর ইউনিয়ন কমিটির নারী নেত্রীদের দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
দি-হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী মো: আছির উদ্দিন ও ইউনিয়ন সমন্বয়কারী মো: খোরশেদ আলম ‘যৌন হয়রানী : ধারনা, ধরন ও প্রতিকার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও তার উপর বিস্তারিত আলোচনা করেন।
নেটওয়ার্কের সভানেত্রী মোছা: রওশন জাহান এতে সভাপতিত্ব করেন। সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দুইজন করে মোট ১৮ জন নারী নেত্রী এতে অংশ নেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী নেত্রী শিরিনা খাতুন, মোরশেদা বেগম ছবি, নারগিস আকতার, নাজিরা বেগম, শামীমা খাতুন, রোজিনা আকতার, জয়নব বেগম, তপতী রানী, শাপলা খাতুন, রাশেদা বেগম, রশিদা খাতুন, স্বপ্না রানী, সুফলা রানী, শেফালী বেগম, শেফালী খাতুন, ফেরদৌসী বেগম প্রমুখ।