নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কয়রায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলেক্ষে কয়রা উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে র্যালীতে নারী-পুরুষ সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি কয়রা সদরের মদিনাবাদ দক্ষিনচক কালি মন্দির প্রাঙ্গন হতে শুরু করে উপজেলর প্রধান সড়কে প্রদিক্ষন করে শেষ হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অম্বিকা চরন সানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিলিপ কুমার বৈরাগীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ চন্দ্র সানা, কয়রা সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, পুজা উদযাপন পরিষদ নেতা মৃনাল কান্তি ঘোষ, প্রধান শিক্ষক সরোজ রায়, সুজিত কুমার রায়, খগেন্দ্রনাথ মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল, উৎপাল রায়, নিতাই চন্দ্র মন্ডল, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, অরুন কুমার তরফদার প্রমুখ। অন্যদিকে কয়রা উপজেলা সদরের শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দির ও শ্রীশ্রী গোবিন্দ মন্দিরের আয়োজনে এবং কয়রা উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের সহযোগিতায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। কয়রা সদরের সনাতন ধর্ম মন্দিরের সভাপতি ডাঃ হর প্রসাদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার,ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার পাড়,ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশান্ত কুমার বাইন, অধ্যাপক আশুতোষ কুমার রায়,মাস্টার মিহির কান্তি মন্ডল, উপজেলাহিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়,উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি মাস্টার অরবিন্দ কুমার মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, জগদীজ কুমার মজুমদার,কানাই চন্দ্র মন্ডল,ননী গোপাল মজুমদার প্রমুখ।