শ্রীকৃঞ্চের জন্মাষ্টমীর উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলার অডিটোরিয়ামে সেনবাগ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে ও পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, মাইজদী কোট পুলিশ পরিদর্শক অজিত মিত্র, সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ সেনবাগ উপজেলা শাখার সভাপতি মানিক চন্দ্র দাস, ছমির মুন্সির হাট মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সেনবাগ উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য মাষ্টার আশুতোষ ভৌমিক, ব্যবসায়ী শঙ্কর চন্দ্র, প্রমূখ।
আলোচনা সভা শেষে বিকেলে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠান শেষে হয়।