সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে একটি শোভাযাত্রা উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে এসএম বালিকা বিদ্যালয় সমূখে শেষ হয়। এরপরে বালিকা বিদ্যালয় হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যাম আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবু সালেহ মো.লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দাস প্রমুখ।