পটুয়াখালীর বাউফলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১০টায় কালাইয়া ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গণ মদন মোহন জিউর আখড়া বাড়ির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির আঙ্গিনায় এসে শেষ হয়।
পরে মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে।
বিশেষ অতিথি ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, প্রেস ক্লাব সভাপতি হারুন অর রশিদ খান, পল্লী বিদ্যুতের ডিজিএম একে আযাদ, তথ্য সেবা কর্মকর্তা সঙ্গীতা সরকার প্রমূখ। আলোচনা শেষে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।