যশোরের কেশবপুরে যথাযথ ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের যুগাবতার শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টিমী উৎসব পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে কেশবপুর পুজা উদযাপন পরিষদ ও কেশবপুর সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বর্নাঢ্য আয়েজন করে। শুক্রবার সকালে কেশবপুর পুজা উদযাপন পরিষদ এর আয়্জোনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। কেশবপুর পাইলট স্কুল এ- কলেজ চত্বরে পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, উপজেলা পরিষদের চেয়ারাম্যান কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বআহী কর্মকর্তা মোঃ মিজানূর রহমান ,আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আিিমন, কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহিন। বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার সাহা, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, গৌতম রায় প্রমুখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী কেশবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপর দিকে কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কলিমন্দিরে দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গল প্রদীপ প্রজ¦লন, গীতা পাঠ ,আলোচনাসভা, সঙ্গীতানুষ্ঠান মহানাম সংকীর্ত্তণ ও অংশ গ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। কেশবপুর সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সভাপতি উদয় শঙ্কার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক উৎপল দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার সাহা, কেন্দ্রীয় মন্দিও কমিটির সভাপািত চন্দ্র শেখর সাহা, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,সত্যজিৎ সাহা বুলু প্রমুখ।