কালিগঞ্জে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ হযরত আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা গ্রামের বাবর আলী খাঁ ওরফে বাবু’র ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ডিবি পুলিশের একটি দল উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের উত্তর ভাড়াশিমলা এলাকায় পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক হয় মাদক ব্যবসায়ী হযরত আলী। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।