আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মামুনুর রহমান অভিযান চালিয়ে জিআর-৩৫৬/১৭ আসামি কুড়িকাহুনিয়া গ্রামের রুহুল বিশ^াসের পুত্র লাভলু বিশ্বাসকে গ্রেফতার করেন। এএসআই জয়নাল মোল্লা সঙ্গীয় এসআই পীযূষ কান্তি ঘোষ পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ জোড়দিয়া গ্রামের মোক্তার আলীর পুত্র ডালিম হোসেন, বুধহাটা গ্রামের সামছুর গাজীর পুত্র কুদ্দুস গাজীকে হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় ২৬(০৮)/১৯ নং মামলা রুজু করা হয়েছে। আপরদিকে এএসআই শাহজামাল সিআর-৭২/১৮ ও ৫০/১৮ আসামি একসরা গ্রামের খোকন ঢালীর পুত্র আব্দুল্লাহকে গ্রেফতার করেন।