আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক অবৈধ বালু উত্তোলনকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মানিকখালী ব্রীজের কাছে খোলপেটুয়া নদীতে কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারের নেতৃত্বে খোলপেটুয়া নদীতে মানিকখালী ব্রীজের কাছে মোবাইল কোর্ট পরিচালনাকালে, বালু মহল থেকে বালু উত্তোলন না করে ব্রীজের কাছে খোলপেটুয়া নদীতে বড় নৌকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে চাপড়া গ্রামের আঃ মান্নানের পুত্র আঃ মুজিদকে আটক করা হয়। বিজ্ঞ আদালতে তাকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪ ও ১৫ ধারা মোতাবেক ৭দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।