আশাশুনি উপজেলা পরীক্ষা (প্রাথমিক) কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) কমিটির সদস্য সচিবের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় শিক্ষক তাপসী মন্ডল, পরিমল মন্ডল, সন্তোষ দাশ, ১১ ইউনিয়নের ১১ জন শিক্ষক প্রতিনিধি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঃ রকিব, আবু সেলিম, ইদ্রিস আলি, শাহাজাহান আলি, মাছরুরা খাতুন উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ১ম মডেল টেস্ট (স্কুল পর্যায়) ১২ থেকে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠান এবং চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা (কেন্দ্র ভিত্তিক) ১৬ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান (ছেলে ও মেয়ে গ্রুপে) অধিকারকারীদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।