আশাশুনিতে বৃক্ষরোপন পক্ষ ও ফলজ বৃক্ষ মেলা- ২০১৯ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির ব্যবস্থাপনায় উপজেলা মেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি প্রমুখ। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃক্ষ মেলায় অংশ গ্রহনকারী ৩১টি স্টল ও নার্সারী মালিককে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া বৃক্ষ মেলা উপলক্ষে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল, দলের সদস্য ও শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। “পরিবেশ রক্ষার্থে একমাত্র বৃক্ষ রোপনই অগ্রণী ভূমিকা রাখতে পারে” বিষয়ে পক্ষের দল বিজয় লাভ করে। বিজয়ী দলের দলপতি হেলাল উদ্দিন শ্রেষ্ঠ বক্তা এবং একই দলের নাইম বিশ^াস ২য় ও বিপক্ষ দলের আনিকা তামাচ্ছুম ৩য় শ্রেষ্ঠ বক্তা হিসাবে পুরস্কার প্রাপ্ত হন।