যশোরে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে শহরের ঈদগাহের সামনে থেকে ছিনতাইয়ের পর মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, শহরের পুরাতন কসবা এলাকার হারুন অর রশিদের ছেলে সুমন হোসেন ও গাড়িখানা রোডের ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন রুদ্র। কোতোয়ালি মডেল থানার এসআই আমিরুজ্জামান জানিয়েছেন, আরবপুর এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে শাহাবুদ্দিন ওরফে নাসিম যশোর আইটি পার্কে মাইক্রো ড্রিম আইটি নামক প্রতিষ্ঠানে মার্কেটিং কনসালটেন্ট পদে চাকরি করেন। গত সোমবার ভোররাতে ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজে যশোরের দড়াটানায় এসে নামেন। কোন রিক্সা না পেয়ে পায়ে হেটে ঈদগাহ মাঠের দিকে গেলে ৩/৪জন ছিনতাইকারী নাসিমের কাছে থাকা একটি হাওয়াই মোবাইল ফোনসেট ও এক হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় নাসিম কোতোয়ালি থানায় অভিযোগ করেন। যার ভিত্তিতে মঙ্গলবার থানা পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম ওরফে রুদ্রকে আটক করে। পরে তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন এবং এক হাজার ৭০০ টাকার মধ্যে ২৭০ টাকা উদ্ধার করা হয়। এরপর রুদ্রের দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগি সুমনকে আটক করা হয়।