যশোরে ছুরিকাঘাত করে শামিম হোসেন লাভলু (৩০) নামে এক শ্রমিকের মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের জামতলায় এ ঘটনাটি ঘটে।
আহত লাভলু যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের বিশে গাজীর ছেলে ও হিরো হোন্ড কোম্পানির মোটর শ্রমিক।
হাসপাতালে চিকিৎসাধীন লাভলু জানান, বুধবার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ওইস্থানে ৩/৪ জন তার গতিরোধ করে। পরে তার কাছে থাকা মোটরসাইকেল অস্ত্রধারীরা ছিনিয়ে নিচ্ছিল। এ সময় তিনি প্রতিবাদ করলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, আহতের বুকে, পিঠে ও পায়ে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।