যশোরে লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের দড়াটানার কোহিনুর বেকারিতে অভিযান চালান। এ সময় আদালত কৃষি বিভাগের লাইসেন্স ছাড়াই শিশুখাদ্য বিক্রির অপরাধে বেকারি মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিতির নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত এইচ এম এম রোডের এমএসএন কসমেটিকের দোকানে অভিযান চালান। এ সময় আদালত অনুরূপ অপরাধে প্রতিষ্ঠান মালিক সুজিত সাহার বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে আদালতের পেশকার শেখ জালাল উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।