সাতক্ষীরার কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সেলিনা খাতুন (৩২) কে পিটিয়ে জখম করা হয়েছে। আহত ওই গৃহবধুকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কলারোয়া থানায় ২জনের নাম উল্লেখ করে ্একটি অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে-উপজেলার কাকডাঙ্গা গ্রামের প্রবাসী লাল্টু হোসেনের স্ত্রী গত ১৯ আগস্ট বেলা ৪টার দিকে কলারোয়া হাসপাতালে তার অসুস্থ বোন নাজমা খাতুনকে দেখতে আসার পথিমধ্যে কাঁকডাঙ্গা ছবেদের মোড়ে থাকা দোকান থেকে বাবলু সরদার অশ্লীন ভাষা দিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। পরে তার বোনকে হাসপাতালে দেখে বাড়ী ফেরার পথে বাবুল সরদারকে দেখে এরকম খারাপ মন্তব্য করার কারণ জানতে চাইলে বাবলু সরদার ও সামছুর সরদার ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী ভাবে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তার সাথে থাকা মেয়ের ননদ আফরোজা খাতুন (৩০) ঠেকাতে গেলে তাকেও ধরে মারপিট করে নিলা ফোলা জখম করে। এঘটনার প্রতিকার চেয়ে আহত সেলিনা খাতুনের পিতা উপজেলার কয়লা গ্রামের মৃত রইচ উদ্দীন সরদারের ছেলে আবদুর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং আহত প্রবাসীর স্ত্রীর খোঁজ খোবর নেন।