সাতক্ষীরার কলারোয়া থেকে রাজকুমার বিশ^াস (২৫)নামে এক কলেজ পড়-য়া ছাত্র নিখোজ হয়েছে। এ ঘটনায় তার সন্ধান চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। জানা গেছে, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের স্বপন কুমার বিশ^াসের ছেলে রাজকুমার বিশ^াসের পিতা ও মাথা ভারতে থাকার কারণে সে তার বোনাইয়ের বাড়ী থেকে খুলনা বিএল কলেজে মাষ্টার্স এ পড়াশুনা করে। গত ১৮ আগস্ট বেলা ১০টার দিকে সে খুলনায় বিএল কলেজে যাওয়ার নাম বাড়ী থেকে বের হয়ে কলেজে যায়নাই। বিভিন্ন স্থানে খোঁজ খবর করে তার কোন সন্ধান না পেয়ে অবশেষে তার বোনাই আনন্দ রায় গত মঙ্গলবার রাতে নিখোজ হওয়ার বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরী নং-৮২২ করেন। ছেলেটির বয়স ২৫ বছর, উচ্চতা-৫ফুট ২ইঞ্চি, ওজন ৬০ কেজি, গায়ের রং-ফর্সা, চুলের রং কালো, নাকের মাঝখানে কাঁটা দাগ আছে বলে ডয়েরীতে উল্লেখ্য করেন।