মুলাদীতে পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের ফাইভ স্টার মৎস্য খামারের শ্রমিক সাইফুল ইসলাম (৪০) মাছের খাবার দিতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সাইফুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার পূর্ব কেদারপুর গ্রামের রশিদ হাওলাদারের পুত্র। সাইফুলের স্ত্রী তাছলিমা জানান সাইফুল মৃগী রোগের জন্য নিয়মিত ওষুধ সেবন করতো। বুধবার রাতে তার ওষুধ শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ফার্মেসীতে রওয়ানা দেয়। ওই সময় সে স্ত্রীকে অপেক্ষা করতে বলে মৎস্য খামারে খাবার দিতে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও সাইফুল ফিরে না আসায় তার স্ত্রী মৎস্য খামারে গিয়ে স্বামীকে ডুবন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার শুরু করে। পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানা পুলিশ সাইফুলের লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ জানান সাইফুলের পরিবারের কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আইনি জটিলতা এড়ানোর জন্য লাশ ময়না তদন্তে প্রেরণ করা হয়েছে।