মুলাদীতে কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কাজিরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান খান। কাজিরচর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আবদুল বারী, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ ছালেহ উদ্দীন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান সবুজ পেশকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল হাসান খান মিঠু, আওয়ামী লীগ নেতা অ্যাড. মিজানুর রহমান টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক মন্টু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহেদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শের-ই-আলম পালোয়ান, বাটামারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাদল হোসাইন ভূইয়া, উপজেলা যুবলীগ নেতা জিয়াউল করিম জিয়া মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম, কাজিরচর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফোরকানুল ইসলাম ফোরকান, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আতœার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।